সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

দূরত্ব

 





আজ পূর্ণিমা রাত

কত স্বপ্ন ছিল এ রাত নিয়ে ....

স্বপ্ন দেখেছিলাম জীবনের প্রতিটি পূর্ণিমা রাত তোমায় বুকে নিয়ে পার করব । সঙ্গী হবে জোৎস্নার আলো  আর রাতের ঝি ঝি পোকা ।।  

তুমি আমার বুকে মাথা রেখে শুয়ে থাকবে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো, জানালার ফাঁক দিয়ে যখন পূর্ণিমার আলো এসে তোমায় আলোকিত করবে নতুন রূপে দেখবো তোমায় যেন দূর আকাশের চাঁদের থেকেও সুন্দর । 

 মৃদু বাতাসে তোমার এলোমেলো চুলগুলো দোল খাবে আমি আলতো করে সরিয়ে দিব।। 


আজও পূর্ণিমা আসে, রাতের ঝি ঝি পোকা গুলো আজও ডাকে , জানালার ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো আর মৃদু বাতাস আজও বইতে থাকে , শুধু তুমি নেই পাশে ।। 💔 

স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল তবুও তোমায় নিয়ে আজও স্বপ্ন দেখি ।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন