পৃথিবীতে ভালোবাসতাম বলতে কোন শব্দ নেই । ভালোবাসার কখনো past tense হয় না , ভালোবাসা সব সময় present tense । যাকে আপনি একবার ভালবাসেন তাকে আবার ভালো না বাসা সম্ভব না । যদি আপনি কাউকে ভালোবাসেন এখন না বাসেন, তাহলে আপনি sure থাকতে পারেন সেটা ভালোবাসা না সেটা সম্পর্ক, ভালোবাসার আর সম্পর্ক একনা ।
ভালোবাসা কখনো প্রাক্তন হয় না, ভালোবাসা ছেড়ে গেলেও ভালোবাসা হয়েই থেকে যায় !
ভালোবাসার মানুষটার প্রতি মায়া কখনো কমানো যায় না ,যারা ছেড়ে যাওয়া ভালোবাসাকে প্রাক্তন বলে তারা কখনো ভালোবাসেনি ! তারা শুরু সম্পর্ক করেছে ।
ছেড়ে গিয়েছে বলে যে ভালোবাসা কমে যাবে তা কিন্তু নয়, সত্যিকার অর্থে ভালোবাসা কখনোই হ্রাস পেতে জানেনা, ভালোবাসা তো শুধুই বৃদ্ধি পেতে জানে! তুমি আমার সেই ভালোবাসা যে ভালোবাসা কে পাওয়ার জন্য আজও মন পাগলের মতো তোমায় খোঁজে ।।
# Midnight Sun
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন